আসসালামু আলাইকুম, খলিফা নেটওয়ার্কে আপনাকে স্বাগতম!
কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।
আপনি কি জানেন ফেসবুক থেকে টাকা আয় করা যায়? যদি না জানেন তাহলে অবশ্যই মন দিয়ে এই পোষ্টটি পরুন, আর যদি কিছুটা জেনে থাকেন তাহলেও এই পোষ্ট পড়ে সম্পূর্ণ ধারনা নিয়ে আপনিও ফেসবুক থেকে ইনকাম শুরু করতে পারেন। ফেসবুক কয়েক ভাবে টাকা ইনকামের সুজোগ করে দিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্যঃ
১। ভিডিও মনিটাইজেশন এর মাধ্যমে।
২। ইনস্ট্যান্ট আর্টিকেল এর মাধ্যমে।
৩। ইনফ্লুয়েন্সার প্রমোশন এর মাধ্যমে।
বর্তমানের আধুনিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য একটি অংশ হচ্ছে ফেসবুক। ফেসবুক এখন শুধুই সামাজিক যোগাযোগের মাধ্যম নয় বরং দেশ বিদেশের সকল সংবাদেরও মাধ্যম হয়ে উঠেছে। প্রতিদিনের / প্রতিমুহূর্তের সকল খবর / খবরের শিরোনাম / বিভিন্ন নিউজের লিঙ্ক সহ হাজার হাজার খবর এখন ফেসবুকের নিত্য সঙ্গী। কোন একটি সংবাদ পড়ার জন্য যখন একটি লিংকে ক্লিক করা হয় তখন ফেসবুক থেকে বেরিয়ে চলে যেতে হয় সেই ক্লিক করা নির্দিষ্ট লিংকের ওয়েবসাইটে। কিন্তু লোডিং টাইম বেশি হওয়ায় সেই নিউজটি আসতে অনেক সময় নেয় এবং এক ধরনের বিরক্তি / তিক্ততা চলে আসে।
ব্যাবহারকারীর / পাঠকদের এই চিরা চরিত তিক্ত অভিজ্ঞতাটি বদলে দিতেই ফেসবুক নিয়ে এসেছে “ইনস্ট্যান্ট আর্টিকেল” নামে একটি জাদুকরি চমক, যার ফলে এখন যে কোন সংবাদের শিরোনাম / লিংকে শুধু একটা ক্লিক করলেই বিদ্যুৎ গতিতে ফেসবুকেই পেয়ে যাবেন সেই সংবাদটি। কোন ওয়েবসাইটের লিংক যখন ফেসবুকে ইনস্ট্যান্ট আর্টিকেল হিসেবে পোস্ট করা হয় তখন সেটি পড়ার জন্য ইউজারদের এমবি খরচ করে নতুন কোন ব্রাউজারে যেতে হবে না। ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল শুধুমাত্র স্মার্টফোন এ ফেসবুক ব্রাউজার দিয়ে দেখা যাবে, কিন্তু ফেসবুক লাইট দিয়ে দেখা যাবেনা।
বিশ্বের বড়বড় সকল সংবাদ মাধ্যম এরই মধ্যে ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল ফিচারটির সাথে যুক্ত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ন্যাশনাল জিওগ্রাফিক, দ্য নিউইয়র্ক টাইমস, বাজফিড ছিল এই তালিকায় প্রথম। পরে অন্যান্য আরো নামিদামি সংবাদ মাধ্যমও ইনস্ট্যান্ট আর্টিকেলের সাথে সম্পৃক্ত হয়েছে। হাফিংটন পোস্ট, ওয়াশিংটন পোস্ট, দ্য ইনডিপেনডেন্ট, ইন্ডিয়া টুডের মত জনপ্রিয় সংবাদ মাধ্যমও পাঠকদের খবর পড়ার অভিজ্ঞতাকে স্বাচ্ছন্দ্যময় করতে ইনস্ট্যান্ট আর্টিকেলের সাথে যুক্ত হয়েছে।
২০১৫ সালের মার্চ মাসের দিকে নিউজ / খবরের লিংক শেয়ার এর জন্য হোস্টিং সেবা দিতে বেশ কিছু সংবাদ মাধ্যমকে কন্টেন্ট পোস্টের প্রস্তাব দেন মার্ক জাকারবার্গ। সেই সময়ে হাফিংটন পোস্ট, ন্যাশনাল জিওগ্রাফিক, বাজফিড, নিউইয়র্ক টাইমস ও বিবিসি শুরুতেই ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে সরাসরি তাদের কনটেন্ট পোস্টের সুযোগ পায়। তারপর ২০১৬ সালের ১২ই এপ্রিল আনুষ্ঠানিক ভাবে ইনস্ট্যান্ট আর্টিকেল -কে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ফেসবুকের নতুন এই ফিচারটি মূলত মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দেওয়ার জন্যই করা হয়েছে।
খুব দ্রুততম সময়ে (ফেসবুক থেকে বলা হছে, বিদ্যুৎ গতিতে) একজন ইন্টারনেট ব্যবহারকারী তার পছন্দের খবরটি পড়তে পারবেফেসবুকে থেকেই। “ইনস্ট্যান্ট আর্টিকেল” নাম শুনেই বুঝতে পারছেন, এই ফিচারটির মূল বৈশিষ্ট্য হচ্ছে তাৎক্ষণিক পাঠ। কোন একটি নিউজ দেখলেন, পড়ার জন্য ক্লিক করলেন, ব্যস তাতেই কাজ যা হওয়ার হয়ে যাবে। সংবাদ বা কোন কন্টেন্ট লোড হওয়ার যে প্রতীক্ষা একটি ওয়েবসাইট লোড হতে সময় নিতো তা একেবারেই ভুলে যাবেন আপনি। ইনস্ট্যান্ট আর্টিকেল সংযুক্ত যেকোন নিউজ লিংকে ক্লিক করার সাথে সাথেই সেটি আপনার মোবাইলে চলে আসবে, কারণ এটি ১০ গুণ দ্রুত স্পীডে কাজ করে।
মূলত আসল কথা হচ্ছে, আপনি কোন একটি পোষ্টে ক্লিক করলে, সেই নিউজ/খবরটি চোখের নিমেষেই আপনার মোবাইলে এনে হাজির করবে, ঐ সাইটটিকে নয়। “ইনস্ট্যান্ট আর্টিকেল” ব্যবহারকারীরা হাই রেজল্যুশনে যেকোন ছবি জুম করে দেখতে পারবে, স্বয়ংক্রিয় ভাবে চলতে থাকা ভিডিওগুলিও দেখতে পারবে কোন বাধা ছাড়াই। যখন কেউ নিউজ পরবে / ভিডিও দেখবে, দেখে মনে হবেনা যে এটি ইন্টারনেট থেকে লোড হচ্ছে, বরং মনে হবে এটি একটি সেইভ করা ফাইল, এবং আপনি মাত্র একটি ক্লিক করার সাথে সাথেই ফাইলটি খুলে গেল।
আপনার পড়া কোন কন্টেন্ট “ইনস্ট্যান্ট আর্টিকেলের” সাথে সম্পৃক্ত কিনা, সেটি বোঝার খুব সহজ উপায় আছে। যেকোন শেয়ার করা লিংকের ডানপাশে একটি বিদ্যুতের মত (থান্ডারবোল্ট) চিহ্ন দেখলেই বুঝে নিবেন সেটি ইনস্ট্যান্ট আর্টিকেল।
ইনস্ট্যান্ট আর্টিকেল চালু করতে চাইলে মাত্র ৬টি ধাপ অতিক্রম করতে হবে।
১) প্রথমেই ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলের instantarticles.fb.com–এই লিংকে ক্লিক করে সাইনআপ করে নিন। (এখানে গেলেই প্রতিটি স্টেপ ফেসবুক আপনাকে দেখিয়ে দিবে।)
২) সাইনআপ করার পর পরবর্তী পেজে — আপনার পেজ নির্বাচন করতে হবে। (**আপনি যেই পেজ নির্বাচন করবেন সেটিতে ইনস্ট্যান্ট আর্টিকেল চালু হবে। (আপনি ফেসবুকের সকল শর্ত মেনে তার সাথে একমত আছেন, এই মর্মে বক্সে টিক মার্ক দিয়ে আপনার পেইজের “ইনস্ট্যান্ট আর্টিকেল” টুলস চালু করুন।)
৩) এবার “ইনস্ট্যান্ট আর্টিকেল” যেই পেইজটিতে চালু করলেই সেই পেজে যান। > Publishing Tools এ ক্লিক করুন, > ক্লিক করার পর দেখবেন বাম পাশে নিচের দিকে “ইনস্ট্যান্ট আর্টিকেল” নামে নতুন অপশন অ্যাড হয়েছে, > সেই অপশন থেকে কনফিগারেশন এ ক্লিক করুন।
৪) > এবার Connect Your Site -এ ক্লিক করুন, এরপর আপনার পেইজ আইডিটি কপি করে আপনার ওয়েবসাইটের <head> ওপেনিং এ বসিয়ে দিন। (এইটা না করলে হবে না)
৫) > URL -এ আপনার ওয়েবসাইটের লিংক দেয়ার পর Submit URL -এ ক্লিক করে আপনার ওয়েবসাইট সাবমিট করুন।
এখানে একটি বিষয় বলে রাখতে চাই, আপনার যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হয়ে থাকে তবে আপনার ওয়েবসাইটে অবশ্যই ইনস্ট্যান্ট আর্টিকেল ফর ওয়ার্ডপ্রেস প্লাগিন চালু করতে হবে তারপরই ইনস্ট্যান্ট আর্টিকেলের জন্য লিংক সাবমিট করতে হবে।
এইচটিএমএল ওয়েবসাইট হলে <head> ওপেনিং এ <meta property=“fb:pages” content=“XXXXXXXXXXX” /> বসিয়ে সেভ করে সোজা আপনার ওয়েবসাইটের লিংক বসিয়ে ক্লেইম করুন। ক্লেইম করতে না পারলে / কোন সমস্যা হলে আপনার ওয়েবসাইটের ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।
৬) আপনার ওয়েবসাইটের লিংক সঠিক ভাবে ক্লেইম হয়ে গেলে ফেসবুক অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে করা সব পোস্ট Production Articles -এ নিয়ে আসবে।
সেখান থেকে ভালো মানের (ইউনিক) ১০টি পোস্ট সিলেক্ট করে রিভিউয়ের জন্য দিন। সঠিকভাবে রিভিউয়ের জন্য সাবমিট করা হলে আপনাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা (সর্বচ্চো ৩০দিন) অপেক্ষা করতে হবে। সবকিছু ঠিক থাকলে “ইনস্ট্যান্ট আর্টিকেল” প্রকাশ করার জন্য অনুমতি পেয়ে যাবেন ফেসবুক থেকে।
সাধারণত রিভিউ রেজাল্ট ২ / ৩ দিনের মধ্যে পাবেন। আপনার পোস্ট যদি ইউনিক হয় তাহলে আপনার অ্যাকাউন্ট ফেসবুক “ইনস্ট্যান্ট আর্টিকেল” হিসেবে চালু হবে। আপনার “ইনস্ট্যান্ট আর্টিকেল” একটিভ হয়ে গেলে ফেসবুক ডেভেলপার সাইটে গিয়ে ইনকাম কত হল তা দেখে নিতে পারবেন।
“ইনস্ট্যান্ট আর্টিকেল” একটিভ হবার পর অবশ্যই ইউনিক কন্টেন্ট পোষ্ট দিতে হবে। আগে কপি পেস্ট কন্টেন্ট দিলেও ফেসবুক সেটা গ্রহণ করতো কিন্তু সম্প্রতি নতুন আপডেট আসার পর থেকে কপি পেস্ট কন্টেন্টের সাইট গুলোর “ইনস্ট্যান্ট আর্টিকেল” বাতিল করে দিচ্ছে ফেসবুক।
এই ফিচার থেকে আয় বাড়াতে চাইলে বিশেষত বড় (ইউরোপ) দেশ গুলোর প্রবাসী বাংলা ভাষা ভাষীদের টার্গেট করতে হবে। সেখান থেকে পাঠক ঢুকলে আয় বৃদ্ধি পাবে। অনেকেই মনে করেন “ইনস্ট্যান্ট আর্টিকেল” ওয়েবসাইটের ট্র্যাফিক কমিয়ে দেয়। কথা সত্য ফেসবুক সার্ভার থেকে ওয়েবসাইটে পাঠক ঢুকলে সরাসরি সাইটের পাঠক কমবে থিকই কিন্তু সাইটের হিট কমবে না। একই সাথে ইনস্ট্যান্ট আর্টিকেলের ফলে অ্যালেক্সা রাঙ্কিয়েও কোন ধরনের প্রভাব পরবে না। এজন্য অবশ্যই গুগল অ্যানালিটিকস কোড ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেলে বসাতে হবে। তাহলেই গুগল অ্যানালিটিকে পাঠকের পরিসংখ্যান দেখাবে।
আপনার অনলাইন সংবাদ মাধ্যমটি / ওয়েবসাইটের পোষ্ট গুলো কতটা পপুলার তার উপর ভিত্তি করে নির্ভর করবে আপনার আয় কত হবে। আপনার ওয়েবসাইটের ভাষা বাংলা নাকি ইংরেজি সেটি কোন বিষয়ই নয়। দেশ কিংবা বিদেশ যেখান থেকেই পাঠক পড়বে সেখান থেকেই আপনার আয় হবে এবং আপনার অ্যাকাউন্টে সেই ডলার যোগ হবে।
যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর মত বড় দেশ গুলোতে পাঠক থাকলে আপনার আয় অনেক বেশি হবে। বাংলাদেশ থেকে প্রতি মাসে লাখ লাখ ডলার আয় করে এমন ওয়েবসাইটও কিন্তু রয়েছে।
ফেসবুক আপনার ওয়েবসাইট থেকে ইনস্ট্যান্ট আর্টিকেলের পোষ্ট নিয়ে ফেসবুক পেজের পোস্টের সাথে বিজ্ঞাপন দিবে এবং সেই বিজ্ঞাপনের জন্যই মূলত ফেসবুক আপনাকে ডলার / টাকা দেবে। আরেকটি বিষয়ঃ আপনার ওয়েবসাইটে যদি গুগলের অ্যাডসেন্সও যুক্ত করা থাকে তবে তা ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল এর উপর কোন ধরনের প্রভাব ফেলবে না।
টাকাটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অথবা আপনার ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল যদি কোন এজেন্সির সাথে লিংক করা থেকে তাহলে তারা নিজ দায়িত্বে আপনাকে চেক বা ক্যাশে পেমেন্ট করবে।
মিনিমাম ১০০ ডলার হলে ফেসবুক আপনাকে পেমেন্ট দিবে। আর যদি ডলার ১০ হাজারের বেশি হয় তখন, অবশ্যই আপনাকে ব্যাংকে গিয়ে সি-ফর্ম পূরণ করে সাথে ফেসবুক থেকে পাঠানো ইনভয়েস সংযুক্ত করে জমা দিতে হবে। এরপর যথা সময়েই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে।
ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য আপনার পেজের ইনস্ট্যান্ট আর্টিকেল অপশন থেকে Monetization / Audience Network এ যান, এরপর Your Dashboard -এ ক্লিক করুন, এবার Payouts -এ ক্লিক করুন, Add Payment Account – এ ক্লিক করে আপনার বিস্তারিত তথ্য দিন, বিস্তারিত তথ্য দেওয়ার পর Continue তে ক্লিক করুন। এবার Payment Information এ আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে সেভ দিন, ব্যাস আপনার কাজ শেষ।
Leave a Comment